ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে হতে পারে আকস্মিক বন্যা, HSC পরীক্ষা স্থগিত হবে কি?
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে হতে পারে আকস্মিক বন্যা, HSC পরীক্ষা স্থগিত হবে কি?
বঙ্গোপসাগরে নিম্নচাপ থেকে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় সিত্রাং বাংলাদেশে আঘাত আনছে বড় আকারে। এটি বাংলাদেশের অধিকাংশ জেলার উপর দিয়ে প্রভাবিত হবে।
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চলে ও উপকূলীয় অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে আকস্মিক বন্যা দেখা দিতে পারে। সোমবার (২৪ অক্টোবর) সংবাদমাধ্যমকে এ তথ্য জানান বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবি) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী।
তিনি বলেন, পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি মঙ্গলবার (২৫ অক্টোবর) ভোরে ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের মধ্যবর্তী এলাকা দিয়ে উপকূল অতিক্রম করতে পারে। এ কারণে সোমবার থেকে বুধবার পর্যন্ত দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও উপকূলীয় অঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে। এতে বিভিন্ন জায়গায় আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু এলাকায় এবং পূর্বাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের মহুরী, মনু, খোয়াই, সুরমা-কুশিয়ারা নদ-নদীর পানি সমতলে দ্রুত বেড়ে আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলেও জানান আরিফুজ্জামান ভূঁইয়া। ঘূর্ণিঝড়টির গতিবেগ ঘণ্টায় ৯০ থেকে ১১০ কিলোমিটার হতে পারে। ঘূর্ণিঝড় মোকাবিলায় সবধরনের প্রস্তুতি শুরু হয়েছে।
এইচএসসি পরীক্ষায় ঘুর্ণিঝড়ের প্রভাব
ইতিমধ্যেই দেশের বিভিন্ন জেলায় হালকা থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে এবং উপকূলীয় এলাকা গুলোতে ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে।
এই অবস্থায় এইচএসসি পরীক্ষা হবে কি না তা নিয়ে দুশ্চিন্তার মধ্যে রয়েছে শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা।
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় সিত্রাং আরো শক্তিশালী হচ্ছে আমবসস্যা কারণে। আমবসস্যা সময় সাগরের পানির উচ্চতা বেড়ে যায় তার সাথে ঘূর্ণিঝড় হওয়ার কারণে উপকূলীয় এলাকা জলোচ্ছ্বাস হওয়ার সম্ভাবনা রয়েছে।
বরিশাল চট্টগ্রাম খুলনা যশোর রাজশাহী সিলেট সহ বেশকিছু জেলার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যায় যাবে। এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এক্ষেত্রে বেশি সমস্যার মধ্যে রয়েছে উপকূলীয় এলাকার।
এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে খুলনা বিভাগ বরিশাল নোয়াখালী এবং চট্টগ্রাম। ঘূর্ণিঝড় সিত্রাং উপকূলের দিকে সুন্দরবন এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে।
এদিকে আগামী 6 তারিখ থেকে এইচএসসি পরীক্ষা শুরু। এইচএসসি পরীক্ষা স্থগিতও হবে কিনা জানতে চাইলে, শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানান 6 তারিখ এখন ও দেরি রয়েছে। আশা করা যাচ্ছে পরীক্ষা হবে।
তাছাড়া যদি জলোচ্ছ্বাস হয় তখন অনেক এলাকায় পানি বন্দি হয়ে যাবে। সেসব এলাকায় পানি ঢুকার কারণে যদি শিক্ষার্থীদের পড়াশোনা ও পরীক্ষার প্রস্তুতি নেওয়ার মতো পরিবেশ না হয় সেক্ষেত্রে আবারো পরীক্ষা পিছিয়ে দেওয়ার প্রচেষ্টা করা হবে।
যে এলাকায় শুধুমাত্র বন্যা ঘূর্ণিঝড় বা প্রকৃতি কারণে ক্ষতিগ্রস্ত হবে শুধুমাত্র সেই এলাকার পরীক্ষা স্থগিত থাকবে। বাকি সকল এলাকার সকল শিক্ষা বোর্ডের পরীক্ষার আয়োজন করা হবে। সে দিক থেকে বলা যায় যদি এই বন্যার কারণে বা ঘূর্ণিঝড়ের কারণে কোন নির্দিষ্ট এলাকায় ক্ষতিগ্রস্ত হয় তাহলে শুধুমাত্র সেখানে পরীক্ষা হবে না।
যেটা পরবর্তীতে নতুন রুটিন এর মাধ্যমে আয়োজন করা হবে। তাছাড়া সকল বোর্ডের পরীক্ষার আয়োজন করা হবে। যাতে শিক্ষার্থীরা কোন ধরনের বিব্রতকর পরিস্থিতির মধ্যে যেতে না পারে। তাই শিক্ষা মন্ত্রণালয় থেকে এইচএসসি শিক্ষার্থীদের পড়াশুনা যথারীতিতে চালিয়ে যাওয়ার উপদেশ দেওয়া হয়েছে।